জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসি

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

আমি জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোবাসি,
এ স্বপ্ন সত্য না হলেও আমি মনঃক্ষুণ্ণ হই না।
আমি ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে চাই না,
এ স্বপ্ন আমার নিয়ন্ত্রণাধীন নয়।
ঘুমের ঘোরে স্বপ্ন দেখানোর ক্ষমতা যার আছে,
সে বিবেকহীন, দয়াহীন কাপুরুষের মতো মনের অজান্তে আসে।
একবারও ভাবে না আমার অনুভূতির কথা,
ক্ষমতা আছে তাই যা খুশি তাই করে।
যে স্বপ্ন রাতে ঘুমের ঘোরে আসে,
সে স্বপ্ন হতে পারে দুঃখ, কষ্ট বা বেদনায় ভরা,
হতে পারে ক্ষণিকের তরে আনন্দের,
তারপরও আমি এ স্বপ্ন দেখতে চাই না।
আমি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখতে চাই,
কারণ সে স্বপ্ন আমার নিজের এবং
আমি তাকে বাস্তবে রূপ দিতে পারব
এ বিশ্বাস আমার আছে।
আমার আত্মবিশ্বাস,
আমার প্রচেষ্টা আমাকে সাহায্য করবে,
দিনের আলোই স্বপ্ন দেখার বাস্তবায়ন।
তবে হ্যাঁ জীবন চলার পথে,
রং তামাশার সাথে, কল্পনার বেশে
কিছুক্ষণের জন্য প্রিয়জনকে নিয়ে

যদি কখনো স্বপ্ন দেখি,
কি ক্ষতি যদি সে স্বপ্ন বাস্তবায়ন না হয়!
ফুলের মালা ছিঁড়ে গেলে কিছু যায় আসেনা,
কারণ নতুন ফুলের মালা গেঁথে নিব।
ভালোবাসার স্বপ্ন ভেঙ্গে গেলে,
নতুন স্বপ্ন গড়ে নিব।
তবুও রাতের আঁধারে স্বপ্ন দেখিব না,
কারণ আঁধারের স্বপ্ন আলোর আগেই ভেঙ্গে যায়।
আমি সেই স্বপ্ন দেখতে চাই,
যে স্বপ্নকে নিজের মতো করে বাস্তবে রূপ দিতে পারি।

 

সুত্রঃ যুগান্তর