শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৯ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জুতার দাম লাখ টাকা, এ কেমন জুতা?

Paris
ডিসেম্বর ২০, ২০১৯ ৭:১৬ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জুতার দাম লাখ টাকা। শুনে অবাক হচ্ছেন। ঘটনা কিন্তু সত্যি। ইতালির লাক্সারি ব্র্যান্ডের ‘ম্যাগি’ জুতার দাম লাখ টাকারও বেশি।

মানুষ সবসময় অন্যরকম কিছু পছন্দ করতে ভালোবাসেন। এতে যেমন বৈচিত্র্যও আসে ও সবার থেকে একটু আলাদাভাবে নিজেকে উপস্থাপনও করা যায়। তাদের জন্যই এক অভিনব জুতা নিয়ে এসেছে ইতালির একটি সংস্থা। যারা ম্যাগি ভালোবাসেন তাদের জন্য জুতা।

ইতালির লাক্সারি ব্র্যান্ড ‘বোত্তেগা ভেনেতা’ তাদের ‘প্রি-ফল ২০২০’ কালেকশনে এনেছে এই ম্যাগি জুতা। এটি আসল ম্যাগির মতো দেখতে হলেও আসল ম্যাগি দিয়ে তৈরি নয়; চামড়া দিয়েই তৈরি।

বোত্তেগার ভেনেতার ডায়েট প্রাডা নামে ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ম্যাগি জুতার দুটি ছবি পোস্ট হয়েছে। যেটি ইতিমধ্যে ৮৫ হাজারের ওপর লাইক পেয়েছে। এই পোস্টে বেশ কিছু মজার কমেন্ট পড়েছে। তার মধ্যে কেউ কেউ লিখেছেন– ‘ক্ষুধার্ত’, কেউ আবার জানতে চেয়েছেন একটা গরম জলরোধী (হট ওয়াটার প্রুফ) কিনা।

ম্যাগির প্যাকেট ভারতে ১২ টাকায় বিক্রি হলেও এই জুতা কিন্তু মোটেই সস্তা নয়; এর দাম প্রায় এক লাখ টাকা।

সর্বশেষ - বিচিত্র