জিআইজেডের এক্সেস টু সোস্যাল সার্ভিসের মাসিক সভা


নিজস্ব প্রতিবেদক :
জিআইজেড এর কারিগরি সহায়তায় এক্সেস টু সোস্যাল সার্ভিস বাই-মান্থলি মিটিং(ফেজ-২) এর সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে নগরভবনের সরিৎ দত্ত সভাকক্ষে রাজশাহী সিটি করপোরেশনের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরিফ উদ্দিন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জিআইজেড বাংলাদেশ কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো রাজশাহী, সিরাজগঞ্জ, খুলনা, সাতক্ষীরা ও বরিশাল শহরে প্রয়োজন ভিত্তিক পদক্ষেপের মাধ্যমে ৪৬টি বস্তিতে জলবায়ু অভিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন করা। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে জলবায়ু অভিবাসী অতি দরিদ্র জনগোষ্ঠীর সরকারি সামাজিক সেবাসমৃহে প্রবেশাধিকার বৃদ্ধি পাবে। যা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

কর্মশালায় জলবায়ু অভিবাসী শহুরে অতি দরিদ্র জনগোষ্টীএবং ইউরোপীয় ইউনিয়ন ফেরতদের সরকারি সামাজিক সেবা সমূহে প্রবেশাধিকার বৃদ্ধি, তাদের জীবন মান উন্নয়ন এবং বাস্তবায়নকৃত বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সমন্বিত অংগ্রহনকারীবৃন্দের গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ গ্রহণ করেন। যাতে করে তা স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেকসই উন্নয়ন ও সরকারের এসডিজির লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে।

জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ অভিবাসনের নগর ব্যবস্থাপনা আরবান ম্যানেজমেন্ট অফ মাইগ্রেশন এন্ড লাইভলিহুড (টগগখ)/আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ (টগওগঈঈ) প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট (ইগত) এবং ইউরোপীয় ইউনিয়নের (ঊট) অর্থায়নে এ প্রকল্পটি চলমান রয়েছে।

কর্মশালায় বক্তব্য দেন রাসিকের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মমিন,
মেট্রো প্রাণিসম্পদ দপ্তরের মোছাঃ তারজিনা খাতুন, মেট্রো থানা যুব উন্নয়ন কর্মকতা মোঃ সঈদ আলী রেজা, জিআইজেড সিটি এ্যাডভাইজর মো: আক্তারুজ্জামান, ইসলভ ইন্টারন্যাশনালের সিটি কো-অর্ডিনেটর মুঞ্জুরুল হুদা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-সলভ ইন্টারন্যাশনাল লিমিটেডের মোছাঃ হোসনেআরা বেবি এবং প্রজেক্ট সম্পর্কে উপস্থাপনা করেন ই-সলভ ইন্টারন্যাশনাল ইমপ্লিমেন্টেশন অফিসার ফারজানা আক্তার রোজী।
সংশ্লিষ্ট রাসিকের কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সিডিসির নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।