বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০১৬ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জামালপুরে বন্যার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

Paris
জুলাই ২৮, ২০১৬ ১০:১৭ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জামালপুর জেলার বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। বাসস্থান হারিয়ে অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। সবচেয়ে বড় বিপদের মুখে রয়েছে শিশুরা। বন্যার পানিতে ডুবে ইসলামপুরে গত দুইদিনে চার শিশুর মৃত্যু হয়েছে।

ইসলামপুরের চরপুটিমারী ইউপি চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান সুরুজ মাষ্টার জানান, বৃহস্পতিবার বিকালে চরপুটিমারী ইউনিয়নের আইড়মারী গ্রামের মোনাহারের ছেলে রাকিব(৩) ও একই গ্রামের মুনছেন আলীর ছেলে ইয়াছিন(২) নিজ বাড়িতে বন্যার পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর তাদের লাশ পাওয়া যায়।

অন্যদিকে ইসলামপুরের সাপধরি ইউপি সদস্য নবির উদ্দিন জানান, বুধবার বিকালে তার ইউনিয়নের কাশাড়ীডোবা গ্রামের ছাইদুর রহমানের পাঁচ বছরের শিশুকন্যা সাবিনা নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।

পাথশী ইউপি সদস্য আব্দুল হাই জানান, বুধবার দুপুরে পাথর্শী ইউনিয়নের মুখশিমলা গামারিয়া গ্রামের ছাবেদ আলীর আট বছরের শিশুপুত্র সোলায়মান নিজ বাড়ির পাশে অন্যদের সঙ্গে খেলা করতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা যায়।

ইসলামপুর থানার ওসি দীন-এ আলম জানান, সাপধরী এবং পাথর্শী ইউনিয়নে বন্যায় দুই শিশু নিহতে খবর তিনি শুনেছেন। তবে ইসলামপুরে ভয়াবহ বন্যার কারণে চরপুটিমারী ইউনিয়নে দুই শিশু মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত হতে পারেননি।

সূত্র: কালের কণ্ঠ

সর্বশেষ - জাতীয়