জাজিরায় ট্রলারডুবি: দুই দিন পর উদ্ধার হলো শিশু খাদিজার লাশ

শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় খাদিজা নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।

আজ শনিবার (২৯ মে) ভোর ৪টার দিকে তিন বছর বয়সী  শিশুটির লাশ উদ্ধার করা হয়।

নৌপুলিশ মাঝিরঘাট ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) মৃদুল চন্দ্র কাপালিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মৃদুল চন্দ্র কাপালিক বলেন, ‘জাজিরার সিডার চর এলাকায় লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা আমাদের খবর দেন। আমরা ঘটনাস্থলে যাই। সেখানে একটি শিশুর লাশের অর্ধেক দেহ বালুতে ঢাকা ছিল। লাশটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে গত মঙ্গলবার থেকে জাজিরা ঘাট থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে কিছু লোক জাজিরার পূর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে ট্রলারে করে পদ্মা নদী পার হয়ে মাওয়ার শিমুলিয়া ঘাটে যাচ্ছিল। পথে ট্রলারটি  পালেরচর এলাকায় মাঝ নদীতে পৌঁছলে ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে জাজিরা নৌপুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা উদ্ধার অভিযান কাজ শুরু। এসময় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এ ছাড়া ওইসময় জাজিরা উপজেলার ফকির মাহম্মুদ আকন্দ কান্দি গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুর রহমান আকন্দের (৭০) মৃতদেহ উদ্ধার করা হয়।

 

সূত্রঃ কালের কণ্ঠ