সৌদিতে শ্রমিক পাঠানো স্থগিত করল ফিলিপাইন

সৌদি আরবে যাওয়ার পর সেখানকার নিয়োগ কর্তারা শ্রমিকদের কাছ থেকে কোয়ারেন্টিন, করোনা পরীক্ষা এবং বিমার অর্থ আদায় করছে খবর পেয়েছে ফিলিপাইন। সেই খবরের জেরে সৌদি আরবে শ্রমিক পাঠানো স্থগিত করেছে ফিলিপাইন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিপাইনের ১০ লক্ষাধিক শ্রমিক সৌদি আরবে কাজ করে। তাদের মধ্যে বেশিরভাগই নির্মাণশ্রমিক, গৃহকর্মী কিংবা সেবিকা।

ফিলিপাইনের শ্রমমন্ত্রী সিলভেস্ট্রে বেলো গত বৃহস্পতিবার সরকারি এক আদেশে  উল্লেখ করেছেন, সৌদির নিয়োগ কর্তারা শ্রমিকদের কাছ থেকে কোয়ারেন্টিন, করোনা পরীক্ষা এবং বিমার অর্থ আদায় করার বিষয়টি সঠিকভাবে উঠে আসার পর শ্রমিক পাঠানো পুনরায় শুরুর বিষয়ে তার মন্ত্রণালয় আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

জানা গেছে, দুই বছর আগেও ফিলিপাইনের প্রবাসী শ্রমিকদের কাছে কাজের জন্য সবচেয়ে পছন্দের দেশ ছিল সৌদি। ২০১৯ সালে শতকরা ২০ জন প্রবাসী শ্রমিক সৌদিতে কাজ করতে গেছেন।

 

সূত্রঃ কালের কণ্ঠ