সোমবার , ৪ জানুয়ারি ২০২১ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

জন্মের চেয়ে মৃত্যু বেশি, উদ্বেগ দক্ষিণ কোরিয়ার

Paris
জানুয়ারি ৪, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়ায় ২০২০ সালে জন্মের চেয়ের মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল।দেশটিতে এমন ঘটনা এবারই প্রথম। এছাড়া বিশ্বে সবচেয়ে কম জন্মহারের তালিকার দিক দিয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান শীর্ষে। এ কারণে দেশটির সরকারের উদ্বেগ বাড়ছে।

গত বছর ২ লাখ ৭৫ হাজার ৮০০ শিশু জন্মগ্রহণ করেছে। যা ২০১৯ সালের চেয়ে ১০ শতাংশ কম। আর দেশটিতে গত বছর মৃত্যু হয়েছে ৩ লাখ ৭ হাজার ৭৬৪ জনের।

এ সংকট উত্তরণের লক্ষ্যে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৌলিক পরিবর্তনের জন্য নীতিগ্রহণ করেছে।

স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থায় সরকারি ব্যয় ও অবসরকালীন ভাতার পরিমাণ বাড়াতে চাপের মুখে রয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তবে এর পাশাপাশি তরুণ প্রজন্মের সংখ্যা কমতে থাকায় লোকবলেরও সংকট দেখা দিয়েছে। আর তার সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতিতে।

গত মাসে নিম্ন জন্মহারের প্রবণতা কমানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন পরিবারগুলোর জন্য নগদ প্রণোদনাসহ বিভিন্ন নীতিমালা প্রণয়ন করেন।

এর আওতায় ২০২২ সাল থেকে বিভিন্ন স্কিম চালু হবে। কোনো শিশুর জন্ম হলে তার মা-বাবাকে খরচ বাবদ ২০ লাখ ওন তথা ১ হাজার ৮৫০ ডলার করে নগদ অর্থ দেওয়া হবে। এছাড়া ওই শিশুর বয়স ১ বছর না হওয়া পর্যন্ত মাসে ৩ লাখ ওন করে দেওয়া হবে।

২০২৫ সালে এ প্রণোদনার পরিমাণ বাড়িয়ে মাসে ৫ লাখ ওন করা হবে।

সূত্র: বিবিসি

সর্বশেষ - আন্তর্জাতিক