চীনে ফের বার্ড ফ্লু’র প্রকোপ; বিপাকে পোল্ট্রি খাত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চীনে ২০১৩ সালে এইচ৭এন৯ বার্ড ফ্লু’র প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর নতুন করে দেশটিতে আবারও এর প্রকোপ দেখা গেছে। ২০১৩ সালের পর চলতি বছর বার্ড ফ্লু নিয়ে সবচেয়ে বেশি খারাপ সময় পার করছে দেশটি। রোগটি এখন ভয়াবহ মহামারীতে রূপ নিয়েছে। বিদ্যমান পরিস্থিতে বেশ কয়েকটি নগরীতে পোল্ট্রি মার্কেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।

 

২০১৬ সালের জানুয়ারিতে ভাইরাসজনিত এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল মাত্র পাঁচ। তবে ২০১৭ সালের জানুয়ারিতে এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৭৯ জন। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের পক্ষ থেকেও বার্ড ফ্লু’তে প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে।

 

সাধারণত শীতকালে বার্ড ফ্লু’র প্রকোপ দেখা দেয় এবং এটা বসন্তকাল পর্যন্ত অব্যাহত থাকে। এ ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দক্ষিণ চীনের গুয়াংঝৌ, মধ্য চীনের চ্যাংশা ও পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝেজিয়াংয়ের নগরীগুলোতে পোল্ট্রি ব্যবসা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন