চারঘাটে নিরাপদ দূরত্ব রক্ষায় স্কুলমাঠে হাট, অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

মিজানুর রহমান, চারঘাট প্রতিনিধি:


রাজশাহীর চারঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার সরিয়ে উপজেলার বিভিন্ন খেলার মাঠে স্থানান্তর করা হয়েছে। আগের হাটের পাশে কোন ফাঁকা মাঠ বা বিদ্যালয়ের খোলা মাঠে সাপ্তাহিক এই কাঁচা বাজার বসানো হচ্ছে।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমন রোধে স্থানীয় প্রশাসন এমন উদ্যোগ গ্রহণ করেছে। তার অংশ হিসেবে হাট বাজারে নিরাপদ দুরত্ব বজায় রেখে মালামাল কেনার কথা বলা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশার (ভুমি) আনিসুর রহমান বলেন, প্রত্যেককে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নির্দেশনা থাকলেও এই নিয়ম অনেকই মানছেন না। বিশেষ করে সপ্তাহিক হাটের দিনে বিড়ম্বনায় পড়তে হচ্ছে বেশি।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের কারণে সাপ্তাহিক হাট বন্ধ রাখার নির্দেশ রয়েছে। তারপরও জনগণের সুবিধার্থে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন চেয়ারম্যানকে নিয়ে  করোনা মোকাবিলা কমিটির সঙ্গে আলোচনা করে হাটের তালিকা করে নিরাপদ দুরত্ব নিশ্চিত করণের লক্ষে হাটের পাশে কোন ফাঁকা মাঠ বা বিদ্যালয়ের মাঠে বসানোর ব্যবস্থা করেছি।

স/আ