করোনার সংক্রামন রোধে চারঘাটে প্রবেশপথে নিরাপত্তা চৌকি

মিজানুর রহমান, চারঘাট প্রতিনিধি:


রাজশাহীর চারঘাটে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছায় গ্রামবাসীর পক্ষ থেকে বিভিন্ন স্থানে বাঁশ টাঙ্গিয়ে অস্থায়ীভাবে রাস্তা বন্ধ করা হয়েছে। এতে এক এলাকার লোকজন অন্য এলাকায় যেন না প্রবেশ করতে পারে। তবে এই পথ দিয়েই জরুরী প্রয়োজনীয় যানবাহন চলাচলের ব্যবস্থাও রয়েছে।

জানা গেছে, নিজ নিজ অবস্থান থেকে জনগণকে ঘরে থাকতে বাধ্য করার চেষ্টা করছেন উপজেলা প্রশাসন। এছাড়া দোকানপাট বন্ধে নোটিশ ও সারাদিন মাইকিং করা হলেও অনেকেই মানছেন না। সেই লক্ষ্যে আর্থিক দণ্ডও প্রদান করা হচ্ছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন প্রবেশদারে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।

উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাসিন্দা বাবু বলেন, ইউনিয়নে অপ্রয়োজনে কেউ প্রবেশ ও বের হতে না পারে সে জন্য বাঁশ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা বন্ধ ও ‘লকডাউন’ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, পাশের উপজেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে। চারঘাটে প্রবেশ করতে না পারে সেজন্য সতর্কতামূলক প্রবেশদারে নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। তবে জরুরী প্রয়োজনীয় যানবাহন চলাচলের ব্যবস্থাও আছে।

 

স/আ