চাঁপাইনবাবাগঞ্জে ১৫ কেজি ঘুঘুর মাংস উদ্ধার,৬মাসের জেল

নিজস্ব প্রতিবেদক:

১৫ কেজি পাখির মাংস রাখায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে শরিফা হোটেলের ম্যানেজার কে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেল গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এতে চাঁপাইনবাবগঞ্জ জেরা প্রশাসন সহযোগিতা করে। রাজশাহী বন বিভাগের কর্মকর্তা জানান, শিবগঞ্জ উপজেলার পুরাতন ব্রিজ কানসাট এলাকার শরিফা হোটেলে অভিযান চালিয়ে ম্যানেজার জাহাঙ্গীর আলমকে ১৫ কেজি ঘুঘু পাখির মাংস ও দুই টি তিলা ঘুঘু জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হোটেল ম্যানেজার জাহাঙ্গীর আলম কে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত পাখির মাংস নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।  জীবিত পাখি ২ টি ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী পাখির মাংস ভক্ষণ, ক্রয়- বিক্রয় করা, পরিবহন, দখলে রাখা, বাসায় বিনোদনের জন্য পাখি লালন – পালন দন্ডনীয় অপরাধ হিসেবে জানানো হয়।

স/ এআর