চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ফেনসিডিলসহ দুই চোরাকারবারী আটক

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ১০১১ বোতল ফেনসিডিলসহ দুইজন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হল- উপজেলার বিনোদপুর চামাটোলা গ্রামের জোবদুল হকের ছেলে জেনারুল (২৭) ও মনাকষার পারচৌকা গ্রামে এরফানের ছেলে রবু (৩৭)।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে চৌকা বিওপির একটি টহল দল সীমান্ত মেইন পিলার ১৭৪ হতে আনুমানিক তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা গ্রামে একটি অটোরিক্সায় তল্লাশী চালিয়ে ২৪৫ বোতল ফেনসিডিলসহ রবুকে আটক করা হয়।

এর আগে ভোরে চৌকা বিওপির একটি টহল সীমান্ত পিলার ১৭৩ হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারচৌকা মাঠ হতে ৩৫০ বোতল ও একই সময়ে রাঘববাটি মাঠ হতে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে মঙ্গলবার গভীর রাতে মহানন্দা ব্রীজ এলাকায় ঢাকাগামী একটি হানিফ পরিবহন তল্লাশী চালিয়ে ১৪৪ বোতল ফেনসিডিলসহ জেনারুলকে আটক করা হয়।

স/শ