বাগাতিপাড়ায় ভ্যানচালক মোয়াজ্জেম হত্যাকাণ্ড: তিন আসামীর রিমান্ড শেষে জেল হাজতে

বাগাতিপাড়া প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রিমান্ড শেষে তিন আসামীকে বুধবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্তদের কাছ থেকে বিশেষ কোন তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদদর্শক বাদশা আলম জানান, মোয়াজ্জেম হোসেন হত্যাকান্ডের তিন আসামী গত ৮ অক্টোবর স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পন করলে ৯ অক্টোবর তাদের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে ২৩ অক্টোবর শুনানী শেষে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহামুদের আদালত তাদের এক দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার থানায় আনার পর রিমান্ড শেষে বুধবার তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন রহিমানপুর গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৩২), আলাউদ্দিনের ছেলে মিল্টন সরকার (২৪), জালাল সরকারের ছেলে মেহেদী হাসান জনি (২৪)। তবে অভিযুক্তদের কাজ থেকে তেমন কোন বিশেষ তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে ভ্যানচালক মোয়াজ্জেম হোসেন (৪০) গত ১১ সেপ্টেম্বর সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন। পরদিন মঙ্গলবার দুপুরে স্থানীয়রা তার বাড়ি থেকে কিছু দূরে মল্লিকপুর মোড়ের পাশের লিচু বাগানে একজোড়া স্যান্ডেল দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ঘাসের উপরে টানা-হেঁচড়ার চিহ্ন দেখে পাশের বড়াল নদীতে খুঁজাখুঁজির এক পর্যায়ে মরদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে পুলিশ গায়ের শার্ট-লুঙ্গি ছিঁড়ে দড়ি বানিয়ে তার গলা, হাত-পা পিঠমোড়া দিয়ে বাধাবস্থায় মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন বেগম তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ গুমের অভিযোগ এনে ৫ জনকে অভিযুক্ত করে ১৪ সেপ্টেম্বর থানায় মামলা করেন।
স/শ