চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
নানা আয়োজনের মধ্যদিয়ে পুরাতন বছরের সকল গ্লানি মুছে চাঁপাইনবাবগঞ্জে সব বয়সের মানুষ মেতে উঠে বর্ষবরণের উৎসবে। অসাম্প্রদায়িক বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। বর্ষবরণ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ঢাক-ঢোল, রং বেরং এর প্লাকার্ড ফেস্টুন ও বাদ্য’র মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয় শিশু পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হাসান, পুলিশ সুপার টিএম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে বর্ষবরণের মূল আয়োজন সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়।

এছাড়া দিনভর বর্ষবরণে বিভিন্ন সামাজিক সংগঠন নানান অনুষ্ঠানের আয়োজন করেছে।

স/অ