চাঁপাইনবাবগঞ্জে কালের কণ্ঠ‘র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
মুক্তিযোদ্ধাকে সম্মাননা ও উত্তরীয় প্রদান, বীরঙ্গনাদের সংবর্ধনা, শীতার্তদের কম্বল বিতরণ র‌্যালিসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে কলের কণ্ঠ‘র ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।

চাঁপাইনবাবগঞ্জ সরকারী শিশু পরিবার বালিকা কেন্দ্রে কালের কণ্ঠ শুভসংঘ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা শুভসংঘের উপদেষ্টা আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

অনুষ্ঠানে এক্সিম ব্যাংক, কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এগ্রিকালচার অনুষদের ডিন দেলওয়ার হোসেন, নবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের ১৩জন বীরঙ্গনা ও তাদের পরিবারের সদস্যদের মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন মিয়া কম্বল প্রদান করেন। পরে মুক্তিযোদ্ধা সৈয়দ আলী হোসেন মিয়াকে ১০ হাজার টাকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এরপর অতিথিরা এতিম শিশু ও বীরঙ্গনাদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র‌্যালি বের করা হয়। সবশেষে সঙ্গীত পরিবেশন করেন চাঁপাই গম্ভীরা দল।

স/বি