সোমবার , ৫ সেপ্টেম্বর ২০১৬ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা !

Paris
সেপ্টেম্বর ৫, ২০১৬ ১০:৫৫ অপরাহ্ণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আবদুর রহমান এডু নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে দূর্বৃত্তরা।  সোমবার দুপুর ১২টার দিকে স্বরূপনগরস্থ জেলা কারাগার থেকে তার এক আত্বীয়ের সাথে সাক্ষাত করে ফিরে আসার পথে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আবদুর রহমান এডু হলেন,  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সোলাইমান আলীর ছেলে।

 

  • তার আত্বীয় আব্দুর রাজ্জাক সিল্কসিটি নিউজকে জানান, আবদুর রহমান এডু সোমবার দুপুর ১২টার দিকে স্বরূপনগরস্থ জেলা কারাগার থেকে তার এক আত্বীয়ের সাথে সাক্ষাত করে ফিরে আসছিল। এসময় স্বরূপনগর এলাকায় একদল দূর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার ডান হাত ও বাম পা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে এলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

 

এ ব্যাপারে সদর থানার ওসি মাজহারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না বলে সিল্কসিটি নিউজকে জানান।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর