চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কুমিল্লার মুরাদনগরে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আলমগীর হোসেন নামে এক রড-সিমেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন মেটংঘর বাসস্ট্যান্ডের সততা ট্রেডার্সে এ ঘটনা ঘটেছে।

ব্যবসা প্রতিষ্ঠানে এসে একজন ব্যবসায়ীকে এমন নৃশংসভাবে হামলার ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

হামলায় আহত ব্যবসায়ী আলমগীর হোসেন জানান, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সততা ট্রেডার্সে এসে বেশ কিছু দিন যাবত মেটংঘর এলাকার হাসনাবাদ গ্রামের ১০-১২ জনের একটি চক্র এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল; কিন্তু ব্যবসায়ী আলমগীর তাদের চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় চক্রটি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী আলমগীরকে কুপিয়ে রক্তাক্ত করে চাঁদাবাজরা। তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হামলার এসব চিত্র সিসি ক্যামেরায় ধরা পড়ে। বুধবার দুপুরে হামলার ছবি এবং ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

বাঙ্গরাবাজার থানার ওসি মো. রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে জানতে পেরেছি ঘটনাটি পূর্ববিরোধের জের ধরে ঘটেছে। জড়িতদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: যুগান্তর