চলছে ভোট গননা, এগিয়ে আইভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রায় সব কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়। এক ঘণ্টা বিরতির পর বিকাল ৫ টা থেকে নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গণনা শুরু হয়েছে। এখন চুড়ান্ত ফলাফল জানার অপেক্ষা।

 

রাত সাড়ে সাতটা পর্যন্ত ৮৮ কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

সেলিনা হায়াৎ আইভী নৌকা প্রতীকে ৮৮ হাজার ২৯৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯০৩ ভোট।

 

এ সিটি করপোরেশন নির্বাচনে এবারই প্রথম দলীয় প্রতীকে অংশ নিচ্ছেন মেয়র পদপ্রার্থীরা।

 

নারায়ণগঞ্জ ক্লাবে অবস্থিত নির্বাচন কর্মকর্তার অফিসকে ঘিরে ব্যাপক লোকসমাগম শুরু হয় দুপুরের পর থেকেই। নারায়ণগঞ্জ ক্লাবের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়েছে বিকাল ৩টার পরপরই।

 

এদিকে ভোট গ্রহণের সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শহরের ব্যস্ততা বেড়ে যায়। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য যেসব প্রধান সড়কগুলো ফাঁকা ছিল সেসব সড়কে লোকজনের আনাগোনা বেড়েছে।  বিশেষ করে শহরে ইতোমধ্যে বিপুল সংখ্যক রিকশা নেমে গেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন, রাইজিংবিডি