কারচুপি না হলে জনগণের মতামত মেনে নেবে বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রকাশের আগ পর্যন্ত কোনও ধরনের কারচুপি বা অনিয়ম না হলে জনগণের মতামতকে মেনে নেবে বিএনপি। এ কথা জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

 

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নাসিক নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা জানান।

 

নিরপেক্ষ ভোটে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে বিএনপি মেনে নেবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বাহ্যিকভাবে নির্বাচন সুষ্ঠু। তবে পর্দার আড়ালে যদি কোনও কিছু না ঘটে, তবে জনগণের ইচ্ছার প্রতিফলন মেনে নেবে বিএনপি ‘ তিনি বলেন, ‘অতীত অভিজ্ঞতা বলছে, যেকোনও মুহূর্তে সূক্ষ ও স্থুল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের কর্মকর্তা ও স্থানীয় প্রশানকে সতর্ক থাকতে হবে।’

 

নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার আশঙ্কা জানিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের উদ্দেশে রিনজী বলেন, ‘পর্দার আড়ালে যেন অপ্রীতিকর কিছু না ঘটে, সেটা আপনারা দেখবেন।’ ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত বিএনপির পোলিং এজেন্টরা কেন্দ্রের ভিতরে ও নেতা-কর্মীরা কেন্দ্রের বাইরে থাকবেন বলে জানান তিনি।

 

প্রকাশ্যে নারায়ণগঞ্জের স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের নৌকা মার্কায় ভোট দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এটা আইনসম্মত নয়, নির্বাচনের বিধির বাইরে। এটা ক্ষমতার দাপট দেখানো এবং গণতন্ত্রবিরোধী। এতেই বোঝা যায় ভোটে ক্ষমাতসীনদের দাপট কতটুকু।’

সূত্র: বাংলা ট্রিবিউন