চট্টগ্রাম-কক্সবাজারে ভূমিকম্পের আঘাত

মৃদু ভূমিকম্প আঘাত হানলো বন্দরনগরী চট্টগ্রাম ও কক্সবাজারে। সোমবার রাত ৯টা ৪৮ মিনিট ৩২ সেকেন্ডে এ ভূমিকম্পন অনুভূত হয়। যার উপত্তিস্থল বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে।

আবহাওয়া অধিদফতরের চট্টগ্রাম অফিসের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসনাৎ গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পনটি মিয়ানমারে হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজারে অনুভূত হয়েছে। এটি একটি মৃদু ভূমিকম্প।

উল্লেখ্য, গত জুন মাসে বেশ কয়েকবার সিলেটে ভূমিকম্পন্ন অনুভূত হয়েছিল। সে সময় একদিনে চারবার ভূকম্পন্ন হয়। সেগুলোর উৎপত্তিস্থল ছিল ডাউকি ফল্টে। সিলেট, চট্টগ্রাম ও ঢাকাকে ভূমিকম্পের ক্ষেত্রে ঝূঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

 

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন