সোমবার , ২৫ জুন ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

ঘুষ কাণ্ডে ৩ বছরের জেল সুভাষ ভৌমিকের

Paris
জুন ২৫, ২০১৮ ৪:২৪ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঘুষ নেওয়ার অপরাধে কারাবাস হল প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিকের৷ ২০০৫ সালের ডিসেম্বরে দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার হয়েছিলেন বাংলার এই বিশিষ্ট কোচ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছিলেন সুভাষ৷ সোমবার আলিপুর জর্জকোর্টে সিবিআই-এর বিশেষ আদালত আশিয়ান কাপ জয়ী কোচকে তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়৷

২০০৫ সালে ইস্টবেঙ্গল ক্লাবের কোচের ভূমিকায় ছিলেন সুভাষ৷ সেই সময়ই তিনি কলকাতার একটি নামি কোম্পানির কাছ থেকে চার লক্ষ টাকা ঘুষ চান৷ তাঁকে দেড় লক্ষ টাকা দেওয়ার সময়ই সিবিআই-এর অ্যান্টি করাপশন ব্যুরো অফিসারদের হাতে ধরা পড়েন৷ সেসময়ই সুভাষের বিরদ্ধে মামলা রুজু করেন অ্যান্টি করাপশন ব্যুরো৷ দীর্ঘ ১৩ বছর পর সেই মামলারই নিষ্পত্তি হল সোমবার৷

আসন্ন ফুটবল মরশুমে ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় রয়েছেন সুভাষ৷ লাল-হলুদের কোচ বাস্তব রায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার কথা ছিল তাঁর৷ কিন্তু ঘুষকাণ্ডে সুভাষের জেল হওয়ায় লাল-হলুদে তাঁর টিডি পদে থাকা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে গেল৷

বিস্তারিত আসছে……

সর্বশেষ - আন্তর্জাতিক