মঙ্গলবার , ২২ মে ২০১৮ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

গড়াই নদীতে নেট দিয়ে মাছ চাষে ‘খাঁচা প্রকল্প’

নিউজ ডেস্ক
মে ২২, ২০১৮ ১২:৫৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে শুরু হয়েছে নেট দিয়ে মাছ চাষ। এ লক্ষ্যে গড়ে তোলা হয়েছে ১০টি খাঁচা প্রকল্প। আমিষ জাতীয় খাদ্য’র অভাব পূরণেই এ মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার শহিদুর রহমান জানান, প্রাথমিক অবস্থায় তেলাপিয়ার ছোট রেণু পোনার মাধ্যমে মাছ চাষের বিভিন্ন প্রক্রিয়া দেখানো হয়েছে। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ২০ জন মৎস্যচাষিকে এ প্রকল্পের আওতায় সম্পৃক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘মূলত মিঠাপানির মাছের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় নদীতে খাঁচার মাধ্যমে মিঠাপানির মাছ চাষ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় একদিকে যেমন খাদ্যে আমিষের অপূর্ণতা কাটবে, অপরদিকে স্থানীয় মৎস্যচাষিদের কর্মসংস্থানেরও একটি সুযোগ তৈরি হবে।’

ভবিষ্যতে এ ধরণের প্রকল্প শুষ্ক মৌসুমে মাছের অভাব পূরণে ভূমিকা রাখতে সমর্থ হবে। তাই খাঁচায় মৎস্য চাষে উদ্বুদ্ধ করতেই এ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি ।

সর্বশেষ - রাজশাহীর খবর