গুনে গুনে লিভারপুলকে ‘এক হালি’ দিল ম্যানসিটি

সাত ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। শিরোপা হাতে না উঠলেও তা উদযাপনও করে ফেলেছেন অলরেডরা।

তাই বাকি সাত ম্যাচ শুধু আনুষ্ঠানিকতায় পরিণত লিভারপুলের কাছে। আর এমন ম্যাচেই লিভারপুলকে এক রকম উড়িয়ে দিল গত দুই মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গুনে গুনে এক হালি গোল জড়ালেন লিভারপুলের জালে সিটিজেনরা। বিপরীতে একটিও শোধ দিতে পারেননি মোহামেদ সালাহরা।

এমন ফলে হতাশ লিভারপুল সমর্থকদের মনে প্রশ্ন আসতেই পারে, শিরোপা জয়ের প্রশান্তিতে এ কি হাল ক্লপ শিষ্যদের?

বৃহস্পতিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৪-০ গোলের এ জয়ের মাধ্যমে ১৯৩৭ সালের পর এবারই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা তিনটি হোম ম্যাচ জিতল ম্যানসিটি।

৪ গোলের ব্যবধানে হারলেও সমানে সমান লড়েছে লিভারপুল। ম্যাচের প্রথম ২০ মিনিটের দিকে আক্রমণ-পাল্টাআক্রমণে জমে উঠেছিল ম্যাচ।

ম্যানসিটি প্রতিপক্ষের গোলমুখ উন্মুক্ত করতে পারলেও লিভারপুলের খেলোয়াড়রা তা পারেননি।

২৫ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে রহিম স্টারলিংকে ফাউল করেন জোসেফ গোমেজ, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে দলের প্রথম গোলটি করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

মিনিট দশেক পর ব্যবধান বাড়ান ইংলিশ ফরোয়ার্ড স্টারলিং। এতেও সন্তুষ্ট হননি পেপ গার্দিওলার শিষ্যরা।

প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে লিভারপুল শিবিরে আঘাত হানেন ফিল ফোডেন। ০-৩ গোলে পিছিয়ে দেন অলরেডদের।

বড় ব্যবধানে দ্বিতীয়ার্ধে ফিরেও গোলের নেশা থামেনি সিটিজেনদের। একের পর এক আক্রমণ চালাতে থাকেন তারা।

তবে গোলের দেখা পাচ্ছিল না ম্যানসিটি। আর যে সে কথা ভেবেই ম্যানসিটিকে গোল উপহার দেয় লিভারপুল।

ম্যাচের ৬৬ মিনিটে নিজেদের জালেই গোল করেন লিভারপুলের অ্যালেক্স অক্সলেড চ্যাম্বারলিন। পূরণ হয় হালি।

৮২ মিনিটে রিয়াদ মাহরেজ আরও একটি গোল লিভারপুলের জালে জড়ালেও ভিএআরে বাতিল হয়ে যায় সেটি।

ফল ৪-০তে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এ জয়ে পয়েন্ট টেবিলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

৩২ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে ম্যানসিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে লিভারপুল।

 

সুত্রঃ যুগান্তর