রাজশাহীতে বৃহস্পতিবার করোনা আক্রান্ত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর দুইটি ল্যাবে বৃহস্পতিবার (২জুলাই) মোট ১৩১ জনের করোনা ধরা পড়েছে। এদের মধ্যে রাজশাহীতেই অবস্থান করছেন ১২৭ জন। ল্যব দুটি থেকে পাওয়া তথ্য মতে ৯৮ জন রাজশাহী নগরীতে অবস্থান করছেন, ২৯ জন পবা উপজেলায়। এছাড়া ৩জন পাবনার এবং বগুড়ার ১জন।

রাজশাহী মেডিকেল কলেজের করোনা পরীক্ষা ল্যাবের ইনচার্জ ডা. সাবেরা গুল নাহার জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৭৭ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে পাবনার ২ জন, রাজশাহী নগরীর ৪৬জন এবং ২৯ জন পবা উপজেলার।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার হাসপাতালটির করোনা পরীক্ষা ল্যাবে মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৫৪ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে পাবনার ১ ও বগুড়ার ১ জন। অন্য ৫২জনের সকলেই রাজশাহী নগরীতে অবস্থান করছেন।

রামেক হাসপাতালের করোনা পরীক্ষা ল্যাবে বৃহস্পতিবার শনাক্ত ৫৪ জনের অবস্থান-

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালকের দেয়া তথ্য মতে, বৃহস্পতিবার হাসপাতালটির করোনা পরীক্ষা ল্যাবে মোট ১৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যেখানে ৫৪ জনের করোনা ধরা পড়ে। এদের মধ্যে পাবনার ১ ও বগুড়ার ১ জন। অন্য ৫২জনের সকলেই রাজশাহী নগরীতে অবস্থান করছেন।

নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের এসএম আসিফ ইমরান, ১৪ এর তৌফিকুল ইসলাম, শালবাগান এলাকার কালিপদ শাহা, ভাটাপাড়া এলাকার মোশারফ হোসেন (৫০), বরকুঠি এলাকার উম্মে কুলসুম (৩২), হেতেমখান এলাকার ফেরদৌস চৌধুরী (৭১), পদ্মা আবাসিক এলাকার লালিবা পারভিন (৫৫) ও তার স্বামী দেলোয়ার হোসেন (৬২), হেতেমখা এলাকার মুশফিকুর রহমান (২২), বোয়ালিয়া থানাধীন শামিমা বেগম (৪৮), ১৯ নম্বর ওয়ার্ডের শফিক (৩৮), ১১ এর ইয়াসমিন (৩৮), আরসিসি সিএস অফিসের আমিন মোল্লা (৩৪), ৩ এর খায়রুন্নেসা (৫৫), ৯ এর রফিকুল ইসলাম (১৯), ২১ এর আঞ্জুমান আরা (৫৫), ৯ এর সরফরাজ নেওয়াজ (৩৯), ৯ এর আব্দুস সাত্তার খান (৬৯), ৯ এর আয়রিন (৫৪), ৩০ এর আইয়ুব আলী (৬০), কেশবপুর এলাকার সজিব (২৫), হেতেমখা এলাকার সীমা খাতুন (৩৬), শালবাগানের ফেরদৌসী রহমান (৪৮),
পুলিশ হাসপাতালের শাহিন হোসেন (৪৭), মাসুম রানা (৩২), শেখ আনারুল হক (৪২), হাবিবুর রহমান (৪৫), সাগরি খাতুন (২৫), আশিকুর রহমান (২৯)।

রামেক হাসপাতালের ডাক্তার সাইদ সালাউদ্দিন (২৪) ও ডা. মৌসিমী খাতুন (২৪), রামেক হাসপাতালের তসলিমা খাতুন (৩০),সাদেকুন নাহার, জাকিয়া খাতুন (২৪), সোমা সুলতানা (৩৬), আকলিমা খাতুন (২৭), মৌসুমি আক্তার (২৫), জহুরুল হক (২৮), আলমগীর হোসেন (৩৩), আব্দুল হালিম (৪৭), হাসপাতালের ফাতেমা (২৮), আইসিইউ এর ডাক্তার সারোয়ার জাহান (৩৫), হাসপাতালের মোলন (৪২), আবু সামাদ (৫০), কাজি এমদাদুল (৩২), আল আমীন (৫২), হোলাম রাব্বানি (৫৮), বকুল বিশ্বাস (২৬), শারমিন আক্তার (৪৫), সেকেন্দার (৪৮), ঝরনা খাতুন (৪০), সাইদুর রহমান (৩৫)।
বগুড়া জেলার মৌসুমি আক্তার (৩৬), পাবনা জেলার মাহাতাব হোসেন (২৯)।

বৃহস্পতিবার রামেক ল্যাবে শনাক্ত হওয়া ৭৭ জনের পরিচয় দেওয়া হলো-

পাবনা সদরের আক্তার বানু (৬৩), আব্দুল মালেক(৫৬), রাজশাহী সিটি করপোরেশন এলাকার হুমায়ন (৬০), রেহেনা বেগম(৩৫),মশিউর (৫৮),মবাসিরুদল ইসলাম(১৮), মাসুদা খাতুন(৩৮), ফারজানা হক(৩৯), আসমা খাতুন(৩৮), সাদিয়া তাজবির (৩৮),সিরাজ(৪৮),শাহরিয়ার (৪০),ডা. নাসরিন ইয়াসমিন( ৩৫),রাজশাহী সিটি কর্পোরেশন ৯ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর(৪০), ২৭ নম্বর ওয়ার্ডের ইসরাত(৩০), ২৫ নম্বর ওয়ার্ডের মৌ(২৬), তিন নাম্বার ওয়ার্ডের ঝরনা(২৮), ২৫ নম্বর ওয়ার্ডের আমেনা(৬০), ১৪ নম্বর ওয়ার্ডের ডাক্তার খোরশেদুল(৩৫), ১৪ নম্বর ওয়ার্ডের সেলিনা(৪৪), ১৪নম্বর ওয়ার্ডের আয়েশা আক্তার(২৬), ১১নম্বর ওয়ার্ডের বাবুল মিয়া(৬৮), ১৪ নম্বর ওয়ার্ডের লামিয়া(২৬), ৯ নম্বর ওয়ার্ডের রকি কুমার ঘোষ (৩১), ২৯ নম্বর ওয়ার্ডের রবিন(২১), ২৯ নম্বর ওয়ার্ডের বাদরুল(৬৮), ১২নম্বর ওয়ার্ডের রেশমা(৩৫), ১৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মফিজ (৪০), ১২ নম্বর ওয়ার্ডের আশরাফুন্নেসা(৬৫),১০ নম্বর ওয়ার্ডের নাজমুল(১৮), ২২ নম্বর ওয়ার্ডের রেনুকা (৫৫), ১৪ নম্বর ওয়ার্ডের আফসানা(২৬), ২০ নম্বর ওয়ার্ডের নুরুন(৬৭), ৮ নম্বর ওয়ার্ডের গুলশান(৬২), ১২ নম্বর ওয়ার্ডের তানভীর(২৩), ২৭ নম্বর ওয়ার্ডের সেতু(৩০), রাজশাহী পবা উপজেলার শহিদুল (৩৬),আব্দুল হাকিম (৬০), রুবেল(৩১), নওরিন(১৯),পৃথবী(০৪), আনিসুর (৩২),মনোয়ারা (৩৪), আলিফ-লাম-মীম (৪২), আবুল হান্নান (৫৬),রফিকুল( ৫২), আশরাফুল ইসলাম (৪২),তানজিম (২০), হেলাল(৪০), মোনারুল(২১), হোসনে আরা(৫০), মরিয়ম বেগম(৬৫), তানভীর(৪৪), ডা. মাহবুবা খাতুন(৩৪), তামান্না নাসাত(৩৬), মারুফ(২৪), খাইরুন (২৪),মাহমুদ(৩৫), তৌফিকুর(২৮),আবিদ(১০), তামিম(২২), হাসান তারেক(৩১), নৌরিন(১৪), জামিয়া(১৬), আরিফ (৩৮)।

রাজশাহী আরএমপির মোঃ ফয়েজ উদ্দিন(৫২), মোঃ আব্দুল মান্নান (৫৮),মোহাম্মদ হায়দার আলী(৫০), ফজলুল হক(৪১),শামিমা ইয়াসমিন (৫০),আকরাম আলী(৪৬),পূর্ণিমা টুডু(২৬),ফারুক হোসেন(৫০), রাজশাহী মেডিকেল কলেজের জহির ইমরান(৩২),ডা.নাঈমুল হক( ৪৮), রাজশাহী র্যাব ৫ এর ইফতিয়ার শেখ (২৪),হাফিজুর রহমান(৪৪)।

স/রা