খাস জমি বণ্টনে প্রতিবন্ধকতা নেই

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দেশের বিভিন্ন স্থানের খাস জমি বণ্টন নিয়ে প্রতিবন্ধকতার কিছু নেই বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

বুধবার (২৭ জুলাই) সকালে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের প্রথম কার্য-অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বর্তমানে স্থায়ী বন্দোবস্ত দেয়ার আগে একসনা (এক বছর) বন্দোবস্ত দিয়ে কৃষকরা চাষ করে থাকেন। এখানে কৃষক ছাড়া অন্য কাউকে দেয়ার সুযোগ নেই।’

ভূমিমন্ত্রী বলেন, ‘ভূমি নিয়ে যেসব ভোগান্তি, তা আমাদের সৃষ্ট নয়। অতীতের সরকারগুলোর জন্যই এ ভোগান্তি। আমরা এসবের অনেকটা সমাধান করে ফেলেছি। আর মাঠপর্যায়ে এ সমস্যাগুলো নিয়ে কাজ করছেন জেলা প্রশাসকরা। সেই নির্দেশনাই তাদের দেয়া হয়েছে।’

শিগগিরই ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা হবে বলেও জানান তিনি।

সূত্র: বাংলামেইল