কোরআন কিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উদযাপন উপলক্ষে হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রোববার (২৬ জুন) দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে স্মারক তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী সিটি কর্পোরেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিনের সভাপতিত্বে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, প্যানেল মেয়র-৩ ও ১ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন ও ৭ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা প্রমুখ।

জি/আর