মঙ্গলবার , ১৮ সেপ্টেম্বর ২০১৮ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কোটা সংস্কার আন্দোলন: রাবিতে তিন দফা দাবিতে বিক্ষোভ

Paris
সেপ্টেম্বর ১৮, ২০১৮ ৩:২৯ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি:
কোটা সংস্কারের আন্দোলনে প্রজ্ঞাপন জারির দাবিতে পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তারা এ দাবি জানায়।

এসময় তারা গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে করে।

তাদের তিন দফা দাবিগুলো হলো- পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করা, মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার করা এবং হামলাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা।

সমাবেশে কোটা সংস্কার আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, ‘সরকারের কাছে অনুরোধ করে বলছি, কোনো প্রস্তাবনা নয়, আপনার সন্তানেরা প্রজ্ঞাপন নিয়ে পড়ার টেবিলে ফিরে যেতে চায়। বিভিন্ন জায়গায় কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করায় শিক্ষার্থীদের আটক করা হয়েছে। আমরা চাই অনতিবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করে নিয়ে তাদের ক্লাসে রুমে ফিরে যাবার ব্যবস্থা করে দেয়া হোক।

এ সময় তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে কারা আমাদের ওপর হামলা করেছে এগুলোর নাম সবার কাছে রয়েছে। যারা হামলার সাথে জড়িত তাদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।

কোটা সংস্কার আন্দোলনে রাবি ছাত্রলীগের হামলায় আহত তরিকুলের অবস্থা ভাল নয় উল্লেখ করে মাসুদ বলেন, তরিকুল এখনো পায়ে ভর দিয়ে হাটতে পারছে না। কিছু দিন পর তার মাস্টার্স ফাইনাল পরীক্ষা। সে ভাঙ্গা পা নিয়ে কিভাবে পরীক্ষা দিবে? এসময় তরিকুলের উপর হামলাকারীদেরও বিচার ও ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা করার দাবি জানান তারা।

স/অ

সর্বশেষ - রাজশাহীর খবর