কেনিয়ায় দীর্ঘস্থায়ী খরায় শত শত হাতি হরিণ জেব্রার মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

কেনিয়ায় চার দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী খরায় শত শত হাতি, হরিণ ও জেব্রা মারা গেছে। গতকাল শুক্রবার প্রকাশিত দেশটির পর্যটন মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদন অনুযায়ী, গত ৯ মাসে ২০৫টি হাতি, ৫১২টি হরিণ, ৩৮১টি সাধারণ জেব্রা, ৫১টি মহিষ, ৪৯টি গ্রেভিস জেব্রা ও ১২টি জিরাফ মারা গেছে। কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস রেঞ্জার্স, কমিউনিটি স্কাউটস ও গবেষণা দলগুলো এ সংখ্যা হিসাব করেছে।

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রতিবেদন অনুযায়ী, টানা চার বর্ষা মৌসুমে হর্ন অব আফ্রিকাজুড়ে দীর্ঘস্থায়ী খরায় সোমালিয়া, ইথিওপিয়া ও কেনিয়ায় খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে প্রায় ১৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জাতিসংঘের ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন বলছে, গত চার দশকের মধ্যে এটি এ অঞ্চলের সবচেয়ে দীর্ঘস্থায়ী খরা।

প্রতিবেদন প্রকাশকালে কেনিয়ার পর্যটন, বন্যপ্রাণী ও ঐতিহ্যমন্ত্রী পেনিনা মালোনজা বলেছেন, প্রাণীগুলোর জীবন রক্ষায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসবের মধ্যে রয়েছে কূপ খনন করা এবং খরায় ফেটে যাওয়া মাটি ও বাঁধে পানি দেওয়া।

সূত্র: কালবেলা