কিয়েভে বিস্ফোরণ, ইরানি ১০ ড্রোন ভূপাতিতের দাবি

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, শেভচেনকিভস্কি জেলায় জরুরি পরিষেবাকর্মীদের পাঠানো হয়েছে। বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন তিনি। খবর আলজাজিরার।

জেরুসালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভে বুধবার ১০টি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে শহরের মেয়র এ দাবি করেছেন।

ভিটালি ক্লিটসকোকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী কিয়েভে ইরানের তৈরি ১০টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আলজাজিরা জানিয়েছে, বুধবার ভোরের আলো ফোটার আগে কিয়েভের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাজনীতিবিদ ওলেক্সি গনচারেঙ্কো জানিয়েছেন, তিনি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে তিনটি বিস্ফোরণের আওয়াজ শুনেছেন। অ্যালার্ম ঘড়ির বদলে বিস্ফোরণের শব্দে লোকজন ঘুম থেকে জেগে উঠেছে।

মার্কিন নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এর আগে বলেছেন, রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা ইউক্রেনসহ পুরো বিশ্বের জন্য হুমকি। এর মধ্যেই বুধবার ১০ ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করল ইউক্রেন।

সূত্র: কালের কণ্ঠ