কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ, আহত ২০

কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই দলের মধ্যে কোন্দল চলে আসছে।

গত শুক্রবার বিকেলে ওই গ্রামের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যায়। তাদের মধ্যে একপর্যায়ে তর্ক-বির্তক হয়। সামান্য তর্ক-বিতর্ক নিয়ে পরের দিন শনিবার সকলে গ্রামের দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দুই ঘণ্টব্যাপী এ সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদের মধ্যে মো. বাদল (৩৫), মো. জামাল শেখ, মো. রাকিব শেখ (২২), মো. রাজিব খাঁ (২৪), মো. জাকির হোসেন (৬০), মো. মাসুদ খাঁ (৪২), মো. জসিম শেখ (২৫), মো. দিপু শেখকে (৩২) মারাত্মক আহত অবস্থায় কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

উভয় পক্ষ কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষের মামলাই রুজু করা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

 

সূত্রঃ কালের কণ্ঠ