জোলির বিরুদ্ধে পিটের মামলা

দক্ষিণ-পূর্ব ফ্রান্সের আঙুর বাগানে বিলাসবহুল এক বাগানবাড়ি কিনেছিলেন ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। শোনা যায়, ২০০৮ সালে ওই সম্পত্তি কিনতে ২ কোটি ৫০ লাখ ইউরো গুণতে হয়েছিল তাদের। তবে শুধু দামের কারণে নয়, জায়গাটি গুরুত্ব বহন করে আরেকটি বিশেষ কারণেও। ২০১৪ সালে দশ বছর প্রেমের পর এখানেই বিয়ে করেন ব্রাড ও জোলি।

kalerkantho

ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি।

২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণার পর অনেক সম্পত্তিই বিক্রির সিদ্ধান্ত নেন জোলি। যার মধ্যে আছে ফ্রান্সের এই সম্পত্তিও। তবে বিয়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি নিয়েই এবার বিপত্তি। ব্রাড ও জোলি যৌথভাবে কিনেছিলেন বাড়িটি। কিন্তু ব্রাড পিটের অভিযোগ, তাকে না জানিয়েই সম্পত্তি বিক্রি করেছেন জোলি।

এই অভিযোগে ১৭ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসে মামলা ঠুকে দিয়েছেন ব্রাড। মামলার অভিযোগনামায় বলা হয়েছে, ব্রাডকে না জানিয়েই লুক্সেমবার্গ-ভিত্তিক রাশিয়ান ব্যবসায়ী ইউরি শেফলারের কাছে বাড়িটি বেচেছেন জোলি যা একেবারেই অগ্রহণযোগ্য। এছাড়াও জানানো হয় সম্পত্তির মধ্যে থাকা আঙুর বাগানটি লাভজনক করতে ব্রাড পিট সাহায্য করেছিলেন। এই বাগান থেকে বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন রোজ ওয়াইন তৈরি হয়।

মামলা ও ব্রাডের অভিযোগ সম্পর্কে জোলির কোন মন্তব্য পাওয়া যায়নি।

 

সূত্রঃ কালের কণ্ঠ