রবিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২২ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

কাল থেকে মাঠে বসে বিপিএল দেখবে দর্শকরা

Paris
ফেব্রুয়ারি ১৩, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিপিএলের লিগ পর্ব দর্শকবিহীন গ্যালারিতেই অনুষ্ঠিত হয়েছে। অবশেষে বিপিএল মাঠে ফিরতে যাচ্ছে দর্শক। আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাওয়া প্লে অফ পর্বের ম্যাচগুলো মাঠে বসে দেখার সুযোগ পাবে মুষ্টিমেয় কিছু দর্শক। তবে সকলের জন্য টিকিট ছাড়া হচ্ছে না।

ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের চাহিদা অনুযায়ী বিসিবির থেকে টিকিট সংগ্রহ করবে।  আজ রবিবার বিসিবির মিডিয়া কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুরে সাংবাদিকদের আজ তানভীর আহমেদ টিটু বলেন, ‘জনগণের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা ইচ্ছা ছিল যে বিপিএলটা মাঠে বসে দেখার। করোনার জন্য একটা স্থবিরতা থাকায় মাঠে দর্শকদের অনুমতি দেওয়া বন্ধ ছিল। সরকারের সাথে আলোচনার পর আমাদের প্রেসিডেন্ট মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কিছু সংখ্যক দর্শককে মাঠে আনার জন্য অনুমতি পাওয়া গেছে। তিন থেকে চার হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবে। যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে জন্য টিকিট ছাড়া হচ্ছে না। ‘

তিনি আরো বলেন, ‘ফ্রাঞ্চাইজিগুলোর মাধ্যমে আমরা দর্শকদের কাছে টিকিট পৌঁছে দেব, যেন তিন থেকে চার হাজার দর্শক মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে বসে খেলা দেখতে পারে। অবশ্যই সেখানে আমাদের যে স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো আছে, সরকারের যে নির্দেশনা আছে সেগুলো মেনে এখানে আসতে হবে।  কালকের ম্যাচ থেকে অবশ্যই মাস্ক পরতে হবে। দুটি ভ্যাকসিনের সার্টিফিকেট যাদের আছে সেগুলো নিয়ে খেলা দেখতে আসতে হবে। ‘

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা