কাটতি বাড়াতে কিছু মিডিয়া আমার বক্তব্য ভুলভাবে প্রকাশ করে: প্রধান বিচারপতি

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘প্রতিটি সরকারেই কিছু অতি উৎসাহী কর্মকর্তা ও কর্মচারী থাকে, যারা সরকারকে ভুল পরামর্শ দিয়ে জনগণের স্বার্থবিরোধী কাজ করতে বাধ্য করে। আইনের শাসনের পরিপন্থী সুপারিশ করে। কিন্তু এ বিষয়ে সরকারপ্রধান যদি প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করেন তাহলে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।’ তিনি আরও বলেন, ‘আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়। কিছু মিডিয়া তাদের কাটতির জন্য আমার বক্তব্য সঠিকভাবে তুলে না ধরে ভুলভাবে প্রকাশ করে।’

বুধবার (৩ মে) দুপুরে দিকে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি সেখানে আরও বলেন, ‘বিচার বিভাগের সঙ্গে সরকারের কোনও বিরোধ নেই। বিচার বিভাগই মানুষের একমাত্র আস্থার স্থল। এখনও বিচার বিভাগের ওপর মানুষের আস্থা সবার ওপরে। মামলা নিষ্পত্তিতে যদি দেরি হয় তাহলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমে যাবে।’

জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি নৃপেন্দ্রনাথ মণ্ডল। বক্তব্য রাখেন আইনজীবী খাজা জহুরুল হক, মোমিন আহম্মেদ চৌধুরী ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর রহমান।

জয়পুরহাটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন দ্রুত তৈরি করে সেখানে বিচার কাজ শুরু হয়েছে। এ জন্য তিনি বক্তব্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত কাজ সম্পন্ন করার জন্য প্রকৌশলীদের ধন্যবাদ দেন। পরে তিনি বিকেল ৫টায় জয়পুরহাট সার্কিট হাউস মিলনায়তনে জুডিশিয়াল কনফারেন্সে বক্তব্য রাখেন। কনফারেন্সে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম। বক্তব্য রাখেন জেলার ডিসি আব্দুর রহিম, পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল মজিদ, মূখ্য বিচারিক হাকিম ইসমত আরা, সিভিল সার্জন ডা. হাবিবুল আহসান তালুকদার প্রমুখ।

জেলায় বিচারাধীন মামলা নিষ্পত্তি নিয়ে বিচারকরা নানা সমস্যার কথা তুলে ধরেন ওই কনফারেন্সে। প্রধান বিচারপতি ওই সব সমস্যা পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সূত্র: বাংলা ট্রিবিউন