“কাকের মাংসে ঢেকুর তোলে কাক”

রফিকুল ইসলাম

শিমুল বাগানে প্রবাহিত হিম জলরাশি
রুটির সঙ্গে যুদ্ধের ময়দানে ভাতের দল
হরিণের ভয়ে গর্তে লুকিয়ে বনের রাজা
দরজার ঘরে শিকল পরায় মূর্খদের দল।
জামরুলের বাগানে ওড়ে কাঁঠালের সুগন্ধি
ঘরে বসে টাকার পাহাড়ে নন্দ দুলাল
ছাগলের বাচ্চার কণ্ঠে বাঘের হুঙ্কার
পাথুরে পাহাড়ের চোখ রক্তে লাল।
গোলপাতার বনে ওড়ে ভিষুভিয়াসের ছাই
কাকের মাংসে ঢেকুর তোলে কাক
গাধাদের পালে ঘুরে শিয়ালের দল
মনিষির কণ্ঠে ‘সব উচ্ছন্নে যাক’।