ওয়েস্ট ইন্ডিজেই থেকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজবধ শেষে দারুণ উজ্জীবিত সাকিব বাহিনী। ইতিমধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের কালো মেঘের ঘোর টাইগারদের ওপর থেকে কেটে গেছে বলে বলছেন অনেক ক্রিকেটবোদ্ধা।

জয়ের উচ্ছ্বাস নিয়ে সপ্তাহের শেষের দিকে ক্রিকেটাররা দেশে ফেরার কথা থাকলেও আপাতত ওয়েস্ট ইন্ডিজেই থেকে যাবেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ।

কারণ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলবেন তিনি।

আজ রাত ১২টা থেকে মাঠে গড়াচ্ছে সিপিএলের ষষ্ঠ আসর। সিপিএলের এ ষষ্ঠ আসরে ‘সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস’ দলের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

নিলামে ৭০ হাজার ডলার মূল্যে রিয়াদকে কিনে নিয়েছে দলটি।

এবারের সিপিএল ৮ আগস্ট রাত ১২ টা হতে শুরু হয়ে চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় রাত ১২টার পর শুরু হবে।

উল্লেখ্য, মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসানেরও এবারের সিপিএল মাতানোর কথা ছিল। কিন্তু পবিত্র হজ পালনের জন্য নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

একনজরে মাহমুদউল্লাহ রিয়াদের দল ‘সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস’-এর ম্যাচগুলোর সময়সূচি-

৯ আগস্ট : গায়ানা আমাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস

১১ আগস্ট : ত্রিনিব্যাগে নাইট রাইডার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

১৫ আগস্ট : জ্যামাইকা তালাওয়াশ বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

২১ আগস্ট : সেন্ট লুসিয়া স্টার্স বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

২৫ আগস্ট : বার্বাডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস

২৮ আগস্ট : সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম গায়ানা আমাজন ওয়ারিয়র্স

৩০ আগস্ট : সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস বনাম সেন্ট লুসিয়া স্টার

১ আগস্ট : সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টস বনাম ত্রিনবাগ নাইট রাইডার্স

২ সেপ্টেম্বর : সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস বনাম জ্যামাইকা তালাওয়াশ

৪ সেপ্টেম্বর : সেন্ট কিটস অ্যান্ড নেভেস প্যাট্রিয়টস বনাম বারাবাদস ট্রাইডেন্টস