ওরা রাতের রানী, ওদের শরীরের ভাঁজে ঘুরে জীবনের চাকা”

 

রফিকুল ইসলাম:

এই শহরে চরে একদল

বন্য শুয়রের পাল

ইট পাথরে জমা ধুলিকণা

খুঁজে-ফেরে হারানো হৃদপিণ্ড।

হাসপাতালের সবাগারে

পড়ে থাকে বেওয়ারিশ কুকুরের লাশ।

ধূসর ধুলার রাজ্যে রাজা রাজ্যহীন তালগাছ।।

ফোর লেনের ডিভাইডারে আটকা কাঠ গোলাপের হাসি

অট্টলিকায় বদ্ধ ঘরে স্বপ্ন খুঁজেন রাতের রাজা।

গভীর রাতে সবুজ বাতির নিচে ওরা কারা?

ওরা রাতের রানী, ওদের শরীরের ভাঁজে ঘুরে জীবনের চাকা।।

চায়ের কাপে বাঁকিতে বেড়ে ওঠা

টোকায় শোনায় নগদের গল্প…

বাস স্টেশনের গলিটার জ্যামে

পড়েছে মাদকাসক্তের দু’পা।

পাঁচ টাকার কয়েনেও মলিন ভিখারিনীর হাসি

প্রতারকদের কণ্ঠে আজি বেজে উঠেছে নীতির বাণী।।

মানবতার ধ্বনি গুমড়ে মরছে দূর্বৃত্তের পায়ে

স্বপ্নবাজ ভাবুকদের চোখে ঘুরছে শঙ্কার ভাঁজ।

ওরে নাহি ভয়, নতুন সূর্য উঠিবে কাল,

এ শহরে নাচিবে ময়ূর… পাপিদের রণে পড়িবে হানা, গাহিবে সাম্যের গান।।

স/রি