ওরা অপেক্ষায় আছে!

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

স্বাধীনতা বিরোধী শক্তি
শকুনের লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে
লাল সবুজের পতাকার দিকে,
আর মনে মনে
বদ দোয়া করছে
পতাকা তুই মরে যা,
পতাকা তুই মরে যা।
স্বাধীনতার পঞ্চাশ বছর ধরে ওরা
অপেক্ষায় আছে। একবার ওরা
গলাটিপে ধরেছিল পঁচাত্তরে, বিশ বছর
গলা চেপে রেখেছিল
মেরে ফেলতে চেয়েছিল
লাল-সবুজের পতাকাকে
কিন্তু পারেনি ওরা! তাই বলে কি
ওরা থেমে ছিল? নাকি থেমে আছে?
ওরা কখনো থামেনি, ওরা কখনো
থামবে না। ওরা থামতে জানে না।
ওদের পিঠ দেয়ালে ঠেকে আছে। ভিতরে
ভিতরে ওরা এখন আরো অনেক
ঐক্যবদ্ধ, অনেক শক্তিশালী।
ওরা এখনো শকুনের
লোলুপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে
আমাদের ভিতরেই। রং বদল করে
লুকিয়ে আছে আমাদের মাঝেই। ওরা মরবার
অপেক্ষা করছে। ওরা ভাবছে
একবার যদি লাল-সবুজের পতাকাটা
মরে যায়, ওদের আর কেউ আটকে রাখতে
পারবে না। একবার পতাকাটা মরে গেলে
সবাই ছিন্ন বিচ্ছন্ন হয়ে যাবে, টুকরো
টুকরো হয়ে উড়ে যাবে পতাকার দল!
ঠিক তখনই ওরা আবারও
গলা চেপে ধরবে।
এবার যদি ওরা আবার
গলা চেপে ধরতে পারে তাহলে
লাল-সবুজের বাংলা আবারো
পতাকার লাল রক্তে রঞ্জিত হবে
ওখান থেকে উঠে দাঁড়াবার
শক্তি থাকবে না কারো!
ওরা প্রস্তুতি নিচ্ছে। হায়েনার
দৃষ্টি নিয়ে পতাকার দিকে
তাকিয়ে আছে। কখন মরে যাবে
প্রিয় লাল-সবুজের পতাকা। লাখো
শহীদের রক্তে রাঙানো আমার
প্রিয় পতাকা।
ওরা অপেক্ষায় আছে, আর
মনে মনে বদ দোয়া করছে
পতাকা তুই মরে যা,
পতাকা তুই মরে যা।

সূত্র: যুগান্তর