এসি মেরামতে দেরি, মিস্ত্রিকে পেটালেন এএসপি!

সিল্কসিটিনিউজ ডেস্ক: ডাকবাংলোর এসি মেরামতের ডাকে যেতে দেরি হওয়ায় সিরাজগঞ্জের বেলকুচিতে এক ইলেকট্রিক মিস্ত্রিকে বেত দিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে সার্কেল এএসপি গোলাম সরোয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচির উপজেলা পরিষদ ডাকবাংলোয়।

বেলকুচির মুকুন্দগাঁতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি আসাদুল ইসলাম অভিযোগ করেন, ‘বেলকুচি থানার দারোগা দিয়ে সার্কেল এএসপি গোলাম সরোয়ার বিকালে আমাকে ডাকেন। রোজার মধ্যে কাজের চাপ থাকায় যেতে দেরি হয়। রাত ৮টার দিকে ডাকবাংলোয় গেলে সার্কেল এএসপি বেতের রোলার দিয়ে আমাকে বেধড়ক পেটান। পরবর্তীতে উপ-পরিদর্শক নাজমুল ইসলাম ও উপ-পরিদর্শক শরিফুল ইসলাম তাকে ঠেকান। মার খেয়েও ভয়ে এসির সার্কিট মেরামত করে দিয়ে আসি। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানাই।’

এ বিষয়ে বেলকুচি থানার ওসি সাজ্জাত হোসেন জানান ঘটনাটি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতনরাও এরই মধ্যে বিষয়টি জেনেছেন।

তবে এই ঘটনায় বেলকুচি থানার সার্কেল এএসপি গোলাম সরোয়ারের সরকারি নম্বরের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বেলকুচি সার্কেলের দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিন আলম খান বলেন, ‘যতদূর শুনেছি প্রায় তিন মাস আগে ইলেকট্রিক মিস্ত্রি একটি পানি বিশুদ্ধকরণ যন্ত্র সরবরাহ করে। পরবর্তীতে কিট পরিবর্তনের জন্য বার বার ডাকা হলেও সে আসেনি। এ নিয়ে হয়তো তাকে গালমন্দ করা হতে পারে।’

 

সূত্র: বাংলা ট্রিবিউন