বৃহস্পতিবার , ৫ মে ২০২২ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এমসিসির নতুন প্রেসিডেন্ট অভিনেতা ও কমেডিয়ান ফ্রাই

Paris
মে ৫, ২০২২ ৬:০২ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্কঃ

ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নতুন প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে অভিনেতা ও কমেডিয়ান স্টিফেন ফ্রাইকে। আগামী ১ অক্টোবর থেকে এ দায়িত্বে কাজ শুরু করবেন ৬৪ বছর বয়সী এ ইংলিশ অভিনেতা।

বুধবার লর্ডসে হয়ে যাওয়া এমসিসির বার্ষিক সাধারণ সভায় ফ্রাইয়ের নাম নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়। ক্লাবটির ২৩৫ বছরের ইতিহাসে এবারই প্রথম হাইব্রিড ফরম্যাটে হয়েছে এ সভা। যেখানে সদস্যরা সশরীরে থাকার পাশাপাশি অনলাইনেও যোগ দিয়েছেন।

জীবনের প্রায় পুরোটা সময় একনিষ্ঠ ক্রিকেটভক্ত হিসেবে থাকা ফ্রাই এমসিসি ফাউন্ডেশনের অন্যতম পৃষ্ঠপোষক। গতবছর এমসিসির কাউড্রে লেকচার দিয়েছিলেন তিনিই।

এমসিসির বর্তমান প্রেসিডেন্ট ক্লেয়ার কনরই নতুন প্রেসিডেন্ট হিসেবে ফ্রাইকে মনোনীত করেছেন। এ দায়িত্ব পেয়ে ফ্রাই বলেছেন, ‘এমসিসির নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়ে আমি সম্মানিত বোধ করছি। এটি বিশ্বব্যাপী পরিচিত একটি ক্লাব যা খেলাটির অন্যতম প্রতিনিধি হিসেবে কাজ করে।’

ক্লেয়ার কনরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘এই অসামান্য কাজের সুযোগ করে দেওয়ার জন্য ক্লেয়ারকে অশেষ ধন্যবাদ। (অক্টোবরে) আমার নিজের মেয়াদ শুরুর আগে তাকে তার কাজে সর্বাত্মক সহযোগিতা করার জন্য মুখিয়ে রয়েছি আমি।’

ব্যক্তিজীবনে বহুমুখী প্রতিভার অধিকারী ফ্রাই। তিনি একাধারে ইংলিশ অভিনেতা, স্ক্রিন রাইটার, লেখক, প্লেরাইট, সাংবাদিক, কবি, কমেডিয়ান, টিভি প্রেজেন্টর এবং ফিল্ম পরিচালক। পাশাপাশি তিনি মানসিক স্বাস্থ্যের এডভোকেট এবং এক দশকের বেশি সময় ধরে মানসিক স্বাস্থ্য চ্যারিটির প্রেসিডেন্ট।

২০১১ সাল থেকে এমসিসির সদস্য হিসেবে কাজ করে চলেছেন তিনি। ২০২১ সালের নভেম্বরে ২০তম এমসিসি কাউড্রে লেকচার দেন তিনি। ২০০৮ সালে আর্কবিশপ ডেসমন্ড টুটুর পর মাত্র দ্বিতীয় অক্রিকেটীয় ব্যক্তিত্ব হিসেবে এ লেকচার দেন ফ্রাই।

 

সূত্রঃ জাগো নিউজ

সর্বশেষ - খেলা