বুধবার , ২৬ জানুয়ারি ২০২২ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

এবারের বিপিএলে একটি ম্যাচও খেলা হচ্ছে না আল-আমিনের

Paris
জানুয়ারি ২৬, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর থেকে ছিটকে গেছেন সিলেট সানরাইজার্সের ডানহাতি পেসার আল-আমিন হোসেন। সিলেট এরই মধ্যে দুটি ম্যাচ খেললেও চোটের কারণে মাঠেই নামা হয়নি আল-আমিনের। ইনজুরিতে শেষ তার বিপিএল৷

আঙুলের চোটে শুরু থেকেই বিপিএলে ছিলেন না আল-আমিন। বিপিএলের আগে বিসিএল চলার সময় অনুশীলনে আঙুলে চোট পান তিনি।

ধারণা করা হচ্ছিল, বিপিএলের সিলেট পর্বে আল-আমিনকে পাওয়া যাবে। কিন্তু সর্বশেষ স্ক্যান রিপোর্টে ভালো কিছু না আসায় তাকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না সিলেট।

বিসিএল খেলার আগে লঙ্কান প্রিমিয়ার লিগেও খেলে এসেছেন আল-আমিন। সেখানে ক্যান্ডি ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচ খেলেছেন। ছয় ম্যাচে তিনি শিকার করেছিলেন সাতটি উইকেট।

আল-আমিনের পরিবর্তে আলাউদ্দিন বাবুকে দলে ভিড়িয়েছে সিলেট। আলাউদ্দিন বাবুকে এবারের বিপিএলের ড্রাফটে কোনো দলই ডাকেনি। ঘরোয়া ক্রিকেটে এই পেসার ৫৩ টি-টোয়েন্টি ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন। এছাড়া মাঝে মাঝে ব্যাট হাতেও জ্বলে উঠেন তিনি।

 

সূত্রঃ কালের কণ্ঠ

সর্বশেষ - খেলা