এবছর সিংড়ায় এক লাখ গাছের চারা বিতরণ করা হবে: পলক

সিংড়া প্রতিনিধি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সবুজ শ্যামল সিংড়া গড়তে এবছর এক লাখ গাছের চারা বিতরণ করা হবে। যাতে কোন জায়গা ফাঁকা না থাকে।


তিনি আরো বলেন, চলনবিলের কৃষকদের মুখে জননেত্রী শেখ হাসিনা হাসি ফুটিয়েছেন। করোনা দূর্যোগ মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করছেন। আর এই দুর্যোগে সতেচনতার পাশাপাশি বেশি বেশি নিম ও ঔষধী গাছ লাগাতে হবে।

বৃহস্পতিবার সিংড়া কোট মাঠে উপজেলার বিভিন্ন পরিবার ও প্রতিষ্ঠানে ১৫ হাজার গাছের চারা ও ৩৫২জন ক্ষুদ্র, প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও নাসরিন বানু, পৌর মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা বন কর্মকর্তা সত্যেন্দ্রনাথ সরকার, সিংড়ার অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান প্রমূখ।

স/অ