তানোরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে আদিবাসী শ্রমিকের মৃত্যু

তানোর প্রতিনিধি:
রাজশাহীর তানোরে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রিপন পাহান (২০) নামে আদিবাসী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তানোর উপজেলার কলমা ইউপি’র শুকান দীঘি গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত রিপন পাহান নওগাঁ জেলার মান্দা উপজেলার কালীসফা গ্রামের হারান পাহানের ছেলে।

এঘটনায় মৃতের ভাই জনা পাহান বাদি হয়ে তানোর থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

তানোরের ইউএনও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূতে কৃষি শ্রমিক রিপন পাহান মাথায় করে ধানের বস্তা নিয়ে যাচ্ছিলেন। পথে শুকানদীঘি গ্রামের জৈনক ব্যাক্তির পাড়ির পার্শ্বে ঝুলে থাকা বিদ্যুৎ সংযোগ তারে জড়িয়ে বিদ্যুৎ শখ লেগে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তানোর থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, মৃতের ভাই বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

স/অ

আরো পড়ুন …

রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীদের বাড়ির আবর্জনা ফেলা হচ্ছে কোথায়!