এক ফোটা জল দাও

আপেল মাহমুদ অপু

আমি বড় তৃষ্ণার্ত

এক ফোটা জল দাও,

দেহে আছে রক্ত যত

সব তোমরা নিয়ে নাও।

বাঁচিয়া মরিবো সকলের তরে,

রক্ত পিপাসা মিটাবো

হায়েনাদের তবু মুক্তি চাই,

হিংস্র মানবতার কাছে,

এতটুকু করিবো না ব্যথায় !

উহ্ শব্দ জিম্মি মানুষের কষ্টে

কাঁদে প্রাণ বিলাসিতায়,

এ অধম কি করে বাঁচে।

চাতকের মত কতদিন থাকিবো

বৃষ্টির আশায় বিজলী চমকাবে,

গর্জে উঠিবে মেঘ কখন

ঝরবে জল ফোটা ফোটা,

জমিনে থামাবে কে!

আকাশের ক্রন্দন।

দেখিতে চাইনা মায়ের চোখে জল

শুনিতে চাইনা বাবা হারা শিশুর চিৎকার,

বোন আমার পাগলিনীর

বেশে ঘুরিবে পথে পথে

মুখোশধারী সভ্য জাতির কি দরকার।

ধনী থাকে অট্টলিকায়,

গরীব ভাঙা নীড়ে আমি পাগল,

সুখ খুঁজি পথের ধারে,

তৃষিত হৃদয়ে তৃষ্ণা মিটাই,

নয়নের জলে রুগ্ন জাতির মুক্তিতে,

বিবেক যুদ্ধ করে।

বিবেক পরাজিত,

অন্ধ অনুকরণে-

তবুও মানবতার গান গাই,

বলবো না এক ফোটা জল দাও!

তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা মিটাই।