এক ছাগলের ৮ বাচ্চা প্রসব!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্ম গ্রহণ করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন খবরে শত শত মানুষ ওই বাড়িতে ভীড় করছেন। শনিবার উপজেলার গড্ডিমারী ইউনিয়নের কৃষক মোসলেম উদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, উপজেলার গড্ডিমারি ইউনিয়নে মোসলেম উদ্দিনের বাড়িতে একটি ছাগলের ৮ টি বাচ্চা জন্ম গ্রহণ করে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন ছাগলের বাচ্চাগুলোকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভীড় জমাচ্ছে।

কৃষক মোসলেম উদ্দিন (৪০) বলেন, বর্তমানে ৮ টি বাচ্চাই সুস্থ আছেন। চিকিৎসকেরর পরামর্শে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। গড্ডিমারী ইউপি চেয়ারম্যন আতিয়ার রহমান বলেন, বিষয়টি শুনেছি। তবে এক সাথে ছাগলের ৮টি বাচ্চা প্রসব করা এলাকায় বিরল ঘটনা।

এ বিষয়ে হাতীবান্ধা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) মোতাহারুল ইসলাম বলেন, ডিম্বাশয় থেকে যতগুলো ডিম্বানু বেঁচে থাকবে ততোগুলো বাচ্চা জন্ম নিবে। এ ধরনের ঘটনা হতে পারে।