এক ইঞ্চি জমিও ভারতকে ছাড়বে না চীন

পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থার জন্য সরাসরি ভারতকেই দায়ী করেছে চীন। বেইজিং সাফ জানিয়েছে, চীন এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। শনিবার সকালে চীন সরকারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

গত ১৫ জুন লাদাখের পূর্বাঞ্চলের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘাতে অন্তত ২০ ভারতীয় সেনা নিহত হয়। এরপর থেকে উত্তেজনা প্রশমনে দুই দেশের কূটনীতিক ও সেনা পর্যায়ে বৈঠক হয়। তবে সম্প্রতি আবারও লাদাখে দুই দেশ সেনা সমাবেশ ঘটাচ্ছে। শুক্রবার মস্কোয় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠক হয়। বৈঠক শেষে শনিবার সীমান্ত পরিস্থিতি নিয়ে সরাসরি ভারতকে দায়ী করেছে চীন।

চীনের সরকারি বিবৃতিতে বলা হয়, ‘চীন-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণ ও বাস্তবতা দু’টিই খুব স্পষ্ট। এই উত্তেজনা সৃষ্টি, জিইয়ে রাখা ও বাড়িয়ে তোলার জন্য ভারত সম্পূর্ণভাবে দায়ী। এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় চীন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ও অখণ্ডতা বজায় রাখতে চীনের সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ, সক্ষম ও আত্মবিশ্বাসী।’

এতে আরও বলা হয়েছে,‘প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে যে সমঝোতা হয়েছিল সেগুলো একান্তভাবে বাস্তবায়ন এবং সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের ওপর জোর দিতে’ ভারতের প্রতি আহ্বান জানায় বেইজিং।

এর পরপরই ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বিপুল সেনা সমাবেশ, আগ্রাসী মনোভাব ও স্থিতি অবস্থা ভেঙে দেওয়ার ব্যাপারে চীনের তৎপরতা দ্বিপাক্ষিক চুক্তির শর্তগুলি পুরোপুরি লঙ্ঘন করছে।’

মন্ত্রণালয় বলেছে, ‘দুই পক্ষের উচিত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ও সুস্থিতি যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে কূটনৈতিক ও সামরিক বাহিনী স্তরে তাদের আলাপ আলোচনা চালিয়ে যাওয়া।’