এই স্কোর চেজ করা উচিত ছিল : মাহমুদউল্লাহ

মিরপুরের চিরচেনা উইকেটে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ১৪১ রান করেছিল বাংলাদেশ। আজ আগে ব্যাট করতে নামা কিউইদের ১২৮ রানে আটকেও দিয়েছিল বাংলাদেশি বোলাররা। কিন্তু ব্যাটসম্যানরা ওই রান চেজ করতে পারেননি। সিরিজ নিশ্চিত করার বদলে দেশের মাটিতে সর্বনিম্ম ৭৬ রানে অল-আউট হতে হয়েছে টাইগারদের। হারতে হয়েছে ৫২ রানের বড় ব্যবধানে। এতে অধিনায়ক মাহমুদউল্লাহও হতাশ।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আজ শততম টি-টোয়েন্টি খেলার গৌরব অর্জন করলেন মাহমুদউল্লাহ। ম্যাচ শেষে দলের পরাজয়ের কারণ ব্যখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই এই স্কোরটা চেজ করার মতো ছিল। বোলাররা তাদের ১২৮ রানে আটকে দিয়েছিল। আমরা ব্যাটিংয়ে ভালো শুরু করেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। দ্রুত উইকেট হারাতে হয়েছে। তাই এমনটা হয়েছে। আমরা আবারও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

কোনো জুটি গড়তে না পারাই আজকের পরাজয়ের মূল কারণ হিসেবে মনে করছেন মাহমুদউল্লাহ, ‘আমি মনে করি, মিডল অর্ডারে ব্যাটিং ভালোই করছে। আগের ম্যাচে টপঅর্ডার ভালো করেছিল, আজও করেছে। আজ আমদের বড় সমস্যা হয়েছে মাঝপথে কোনো জুটি গড়তে না পারায়। এই ম্যাচ থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে এগিয়ে যাব। এখনো আমাদের সামনে দুটি ম্যাচ আছে। চতুর্থ ম্যাচে আমরা শক্তিশালী হয়ে ফিরে আসব এবং সিরিজ জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব।’

 

সূত্রঃ কালের কণ্ঠ