কাবুল বিমানবন্দরে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট

গতকাল শনিবারই ত্রাণ সহায়তার জন্য কাবুল বিমানবন্দর চালু করা হয়। তবে এবার অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলও শুরু হয়েছে। আরিয়ানা আফগান এয়ারলাইন্স কাবুল থেকে অন্যান্য তিনটি রাজ্যে বিমান চলাচল শুরু করেছে। আরিয়ানা এয়ারলাইন্স তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করে। এতে জানানো হয়, কাবুল থেকে মাজার-ই-শরিফ ও কান্দাহারে দুটি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হয়েছে।

গতকাল শনিবার আফগানিস্তানে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সাঈদ বিন মোবারক আল-খায়ারিন বলেন, সাধারণ মানুষের চলাচলের জন্য খুব দ্রুত প্রস্তত করা হচ্ছে পুরো বিমানবন্দরটি। তিনি আরো বলেন, আফগান কর্তৃপক্ষের সহযোগিতায় কাবুল বিমানবন্দরের রানওয়ে মেরামত করা হয়েছে। কাতারের টেকনিক্যাল টিম বিমানবন্দরটির সংস্কারের কাজ করছে।

এদিকে, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ১২৫ কিলোমিটার উত্তরে পঞ্জশির উপত্যকায় এখনও তালেবান যোদ্ধাদের সঙ্গে তালেবানবিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে দু’পক্ষের তীব্র লড়াইয়ের মধ্যে চরম সংকটে এ অঞ্চলের সাধারণ মানুষ। ভয় আর আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন তারা। এরই মধ্যে শত শত পরিবার পালিয়েছেন সেখান থেকে।

 

সূত্রঃ কালের কণ্ঠ