শুক্রবার , ১৩ নভেম্বর ২০২০ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অপরাধ ও দুর্নীতি
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. কৃষি
  7. খেলা
  8. চাকরীর খবর
  9. ছবিঘর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. ধর্ম
  14. নারী
  15. নির্বাচিত খবর

উরি সীমান্তে ভারত-পাকিস্তান সংঘর্ষ, নিহত কমপক্ষে ১৪

Paris
নভেম্বর ১৩, ২০২০ ৮:২৮ অপরাহ্ণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

আজ জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত উভয় পক্ষেরই হতাহত হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তরফে জানা গেছে। কয়েকদিনের ব্যবধানে জম্মু-কাশ্মীরে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটল।

অঞ্চলটির গাজি পির এলাকায় এ সংঘাতের সূচনা হয় বলে জানা গেছে। সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের এক সাব-ইন্সপেক্টর, তিন গ্রামবাসী ও দুই সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে পাল্টা হামলায় কমপক্ষে পাকিস্তানের সেনা ও জঙ্গিসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।

হামলা উরিতে শুরু হলেও এরপরে সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে অন্য জায়গাগুলোয়ও। জম্মু-কাশ্মীরের বন্দীপাড়া জেলা ও কুপওয়ারা জেলাতেও মর্টার শেল ছোড়া হয়েছে এবং গোলাগুলি হয়েছে। গত শনিবারেও জম্মু-কাশ্মীরে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এর আগে, এই উরি সেক্টরেই পাকিস্তান থেকে আসা জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ওই সময়ে ভারত পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রইক চালিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছ ।

 

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ - আন্তর্জাতিক