উদ্বোধনী ম্যাচে মুম্বাই ও ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

টানা তৃতীয় শিরোপার স্বপ্ন নিয়ে উদ্বোধনী দিন বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ানস। অন্যদিকে, এবি ডি ভিলিয়ার্স ও ম্যাক্সওয়েলরা মাঠে নামছে বিরাট কোহলির নেতৃত্বে। প্রথমবারের মতো শিরোপা ঘরে তোলাই তাদের লক্ষ্য।

মুম্বাইয়ের সম্ভাব্য একাদশ: কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), রোহিম শর্মা (অধিনায়ক), সূর্য কুমার যাদব, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, পিযুস চাওলা/জয়ন্ত যাদব, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও  জসপ্রিত বুমরাহ।

ব্যাঙ্গালোরের সম্ভাব্য একাদশ: দেভদূত পাডিকাল, বিরাট কোহলি (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (উইকেটরক্ষক), মোহাম্মদ আজহারউদ্দিন/রাজাত পতিদার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, ওয়াশিংটন সুন্দর, কাইল জেমিসন, নভদ্বিপ সাইনি, মোহাম্মদ সিরাজ ও যুজভেন্দ্র চাহাল।

করোনার জন্য গত বছর আইপিএল আরব আমিরাতে হলেও এবার ভারতেই হচ্ছে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। গত আইপিএলে বাংলাদেশের কোনো ক্রিকেটার ছিল না। ত্রয়োদশ আসর নিয়ে তাই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহে কিছুটা ভাটা পড়ে। তবে এবারের আসরে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ খ্যাত মুস্তাফিজুর রহমান।

সাকিব খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তাদের মিশন শুরু ১১ এপ্রিল। আর মুস্তাফিজুর রহমানের রাজস্থান মাঠে নামবে ১২ এপ্রিল।

 

সুত্রঃ কালের কণ্ঠ