ঈশ্বরদী ছাত্রলীগ সভাপতিকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

পাবনায় এক ছাত্রলীগ নেতাকে গুলি করে ও  কুপিয়ে হত্যা করা হয়েছে। পাবনা ভূমিমন্ত্রী শরীফ আ্হমেদ দিলুর ছেলে তমাল তাকে গুলি ও মাথায় আঘাত করে বলে জানা গেছে।

রবিবার রাত ১১ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ভোর ৫ টার দিকে চকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়। বর্তমানে তার লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহত ওই ছাত্রলীগ নেতা হলেন,  পাবনার চর রুপপুর ইউনিয়নের আজাদের ছেলে পিন্টু(৩২)। আহত পিন্টু ঈশ্বরদী মেয়র আবুল কালাম আজাদ গ্রুপের কর্মী ও পাকশী ইউপি ছালীগের সভাপতি।

জানা যায়, রোববার সন্ধ্যায় পিন্টু বাড়ির পাশে একটি দোকানে মোবাইলে ফ্লেক্সিলোড দিতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে পাবনার ভূমিমন্ত্রী শরীফ আ্হমেদ দিলুর ছেলে তমালসহ আরও কয়েকজন এসে তার মাথায় আঘাত করে এবং গুলি করে। ডান হাতে ও পেটে গুলি এবং মাথায় ছুরির কোপ মারে । পরে অবস্থা অাশঙ্কাজনক অবস্থায় পিন্টুকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

রামেক হাসপাতালের ৫ নম্বর (সার্জারী) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫ টার দিকে তার মৃত্যূ হয়।

স/শ